মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকাতে প্রস্তুত ইসরায়েলি নৌবাহিনী, গাজায় নিহত অন্তত ৬৫


flotilla

আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো শিগগিরই আটকাতে পারে ইসরায়েলি নৌবাহিনী। ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছেন, আগামী এক ঘণ্টার মধ্যেই এ অভিযানে নামতে পারে ইসরায়েলের সেনারা।

ফ্লোটিলায় অংশ নেওয়া কয়েক ডজন নৌযান মানবিক সহায়তা নিয়ে গাজামুখী, যার লক্ষ্য অবরুদ্ধ ফিলিস্তিনিদের দুর্ভোগের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ।

এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধের পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৬ হাজার ১৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৮ হাজার ৭১৬ জন। এছাড়া বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।

নিউজ পাওয়া যায়নি