মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ অক্টোবর ২০২৫, ১:০১ পূর্বাহ্ন
শেয়ার

কাতারের নিরাপত্তা নিশ্চয়তায় ট্রাম্পের নির্বাহী আদেশ


Trump Quatar

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নিরাপত্তা নিশ্চয়তায় বিশেষ নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর এই উদ্যোগ নেয়া হলো।

আদেশে ট্রাম্প স্পষ্ট করেছেন, ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে যুক্তরাষ্ট্র সেটিকে নিজেদের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করবে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।

গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটে, যা আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষোভের জন্ম দিয়েছিল। এ ঘটনায় কাতারের নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছিল।

পরে দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে এক যৌথ ফোনালাপে তিনি দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনায় যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দোহা স্পষ্ট জানায়, দোহায় হামলার ঘটনায় ইসরায়েল ক্ষমা না চাইলে তারা আর মধ্যস্থতার দায়িত্ব পালন করবে না।

নিউজ পাওয়া যায়নি