
ফাইল ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের লাগাতার আগ্রাসনে একদিনে আরও অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া বিমান ও স্থল অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার জায়তুন এলাকার আল-ফালাহ স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্কুলটি শতাধিক বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। একই এলাকায় স্থল অভিযানের পাশাপাশি ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা ধ্বংসস্তূপ থেকে মানুষ উদ্ধারে গেলে আরেকটি হামলায় অনেকে গুরুতর আহত হন। পরে একজনের মৃত্যু হয়।
আল-আহলি আরব হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে দারাজ এলাকার একটি বাড়িতে হামলায় সাতজন প্রাণ হারান। দক্ষিণ-পূর্ব জায়তুন এলাকায় আরেক হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা।
ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) গাজা সিটিতে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। গত সপ্তাহে চিকিৎসা সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ) একই সিদ্ধান্ত নিয়েছিল।
আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে গাজা সিটির বেসামরিক জনগণকে সহায়তা দেওয়া আবারও শুরু হবে। তবে দেইর আল-বালাহ ও রাফাহ অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।























