মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১২ অক্টোবর ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়লো নামিবিয়া


namibia

ছবি : সংগৃহীত

আফ্রিকান মহাদেশের ক্রিকেটে রচিত হলো এক নতুন ইতিহাস। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে অভূতপূর্ব জয় পেয়েছে পুঁচকে দল নামিবিয়া। শনিবার (১১ অক্টোবর) উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে এই জয় দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

দুই আফ্রিকান প্রতিবেশীর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটাই ছিল প্রথম মুখোমুখি লড়াই। টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১৩৪ রান।

নামিবিয়ার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ফেরেন মাত্র ১ রানে, আর রেজা হেনড্রিকসকেও দ্রুত ফেরান রুবেন ট্রাম্পেলম্যান। ২৫ রানে ২ উইকেট হারিয়ে শুরু করা দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ট্রাম্পেলম্যান দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেন মাত্র ২৮ রানে, সঙ্গে ম্যাক্স হেইঙ্গো নেন ২টি, আর এরাসমাস, বেন শিকোঙ্গো ও জেজে স্মিট নেন একটি করে উইকেট।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে নামিবিয়া, তবে শেষ পর্যন্ত দারুণভাবে ম্যাচ শেষ করেন জেন গ্রিন। শেষ বলে চার মেরে দলকে এনে দেন ঐতিহাসিক জয়। তিনি অপরাজিত থাকেন ২৩ বলে ৩০ রানে, ট্রাম্পেলম্যানও অপরাজিত থাকেন ১১ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে নান্দ্রে বার্গার ও আন্দিলে সিমেলানে নেন দুটি করে উইকেট, আর জেরাল্ড কোটজি ও বিওর্ন ফোর্টুইন নেন একটি করে। পুরো ম্যাচে বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন রুবেন ট্রাম্পেলম্যান।

আফ্রিকার ক্রিকেটে এই জয় নামিবিয়ার জন্য শুধু একদিনের সাফল্য নয়—এটি তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৩৪/৮, ২০ ওভার (স্মিথ ৩১, রুবিন হারম্যান ২৩, লুয়ান ডি প্রিটোরিয়াস ২২; ট্রাম্পেলম্যান ৩/২৮, হেইঙ্গো ২/৩২)
নামিবিয়া ১৩৮/৬, ২০ ওভার (গ্রিন ৩০*, ট্রাম্পেলম্যান ১১, গেরহার্ড এরাসমাস ২১; বার্গার ২/২১, সিমেলানে ২/২৮)
ফল: নামিবিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রুবেন ট্রাম্পেলম্যান (নামিবিয়া) ১১* ও ৩/২৮

নিউজ পাওয়া যায়নি