মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শেয়ার

রেয়ার আর্থ নীতিতে পরিবর্তন আনলো চীন


rear earth

সম্প্রতি বিরল খনিজ এবং সংশ্লিষ্ট সামগ্রীর রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে চীন। তবে চীনা কর্মকর্তা ও বিশ্লেষকরা জানিয়েছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য রপ্তানি কমানো নয়, বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা বাড়ানো এবং বাণিজ্যিক বিধি-বিধান নিশ্চিত করা।

সরকার এবং বিশেষজ্ঞরা রোববার জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতা এবং সংঘাতের আবহে মাঝারি ও ভারী বিরল খনিজের সামরিক গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চীন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অস্ত্র বিস্তার প্রতিরোধের জন্যই আইন মেনে এই রপ্তানি নিয়ন্ত্রণ নীতি প্রয়োগ করছে।

এসব বিরল খনিজ পদার্থ ১৭টি উপাদানের একটি গ্রুপ, যা স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান পর্যন্ত উচ্চ প্রযুক্তির পণ্যগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এদের সামরিক প্রয়োগের গুরুত্ব অনেক।

এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এই নিয়ন্ত্রণগুলো কোনো ‘রপ্তানি নিষেধাজ্ঞা’ নয়; বরং যোগ্য আবেদনের ভিত্তিতে লাইসেন্স দেওয়া হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই নিয়ন্ত্রণের ফলে আন্তর্জাতিক রেয়ার আর্থ বাণিজ্যে দীর্ঘদিনের যে অব্যবস্থাপনা ছিল, তা দূর হয়ে বৈশ্বিক বাণিজ্যের কাঠামোয় শৃঙ্খলা ফিরে আসবে।

নিউজ পাওয়া যায়নি