সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ অক্টোবর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প


Israel

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নেসেটে ভাষণ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্য হট্টগোল শুরু করেন।

শুরুর দিকে তুমুল করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করলেও কিছু সময় পর ট্রাম্পকে বাধা দেয় বিরোধীদলীয় এমপিরা। এ সময় একজন সংসদ সদস্যের হাতে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের পার্লামেন্ট কক্ষ থেকে বের করে দেন।

এর আগে ট্রাম্প বলেন, ‘কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।’ এরপর মূল ভাষণে তিনি ঘোষণা দেন- ‘আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।’ এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প তাকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ বলে অভিহিত করেন।

নেতানিয়াহুর প্রশংসার সময় পার্লামেন্টে উপস্থিত অনেক সদস্য ‘বিবি’ বলে চিৎকার করে উল্লাস প্রকাশ করেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি এটিকে ‘অবিশ্বাস্য এক বিজয়’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, এখন ইসরায়েলের ‘স্বর্ণযুগ’ আসবে এবং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের জন্যও হবে ‘স্বর্ণযুগের সূচনা’।

সূত্র: বিবিসি