
নিহত ইকবাল দেওয়ান
ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইকবাল দেওয়ান (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে রোমের মেট্রো ‘এ’ লাইনে কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকবাল দেওয়ান। আশপাশের যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে সান জোভান্নি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মৃত্যুকালে ইকবাল দেওয়ান স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় প্রবাসীরা জানান, সম্প্রতি ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার বেশিরভাগই হৃদরোগজনিত কারণে ঘটছে।
সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতারা বলেন, প্রবাস জীবনের অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন এবং স্বাস্থ্য পরীক্ষার প্রতি অবহেলার কারণে প্রবাসীদের হৃদরোগের ঝুঁকি বাড়ছে। তারা সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।
ইকবাল দেওয়ানের সহকর্মী ও বন্ধুরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তবে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।























