সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২ নভেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শেয়ার

ইতালিতে ঘুমের মধ্যে স্ট্রোকে প্রাণ গেল বাংলাদেশি তরুণের


sakibul

নিহত সাকিবুল ইসলাম

ইতালির কালাব্রিয়া অঞ্চলের ক্রোতোনে শহরে ঘুমের মধ্যে স্ট্রোকে মারা গেছেন সাকিবুল ইসলাম (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় আকস্মিকভাবে ব্রেইন স্ট্রোক হলে তিনি মৃত্যুবরণ করেন। সাকিবুল ইসলামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে।

ইতালি প্রবাসী মোশায়েদ উল্লাহ মজুমদার জানান, “রাত ১১টার দিকে ঘুমের মধ্যে স্ট্রোক করে সাকিব। সে ছিল ভদ্র, পরিশ্রমী ও ঈমানদার একজন তরুণ। একাধারে কুরআনের হাফেজ এবং ক্রোতোনে মসজিদের শিক্ষা কার্যক্রমের সক্রিয় সদস্য ছিল।”

আরেক প্রবাসী বলেন, “রাত ৯টার দিকে সে নিজে আমাকে মেসেজ দিয়েছিল। আর রাত সোয়া ১২টার দিকে শুনি সে মারা গেছে! মাত্র দুই ঘণ্টার ব্যবধান… বিশ্বাসই করতে পারছি না।”

প্রবাসী কমিউনিটির সদস্যরা জানান, সাকিবুল সবসময় হাসিখুশি, ভদ্র ও সবার প্রিয় ছিলেন। তার মৃত্যুতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

নিউজ পাওয়া যায়নি