ভারতের বিহার রাজ্যে দসেরা (রাবণ বধ) উৎসবে পদদলিত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে বিহারের পুলিশ প্রধান জানিয়েছেন। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাজ্য পুলিশ প্রধান পি কে ঠাকুর জানান। পাটনার ঐতিহাসিকব গান্ধী ময়দানের বাইরে দুসেরা উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় রাবণের বিশালাকায় কুশপুতুল দাহ হওয়ার দৃশ্য দেখতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়। উৎসব শেষে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর পথে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে উসব শেষে সেখানে পর্যাপ্ত আলো ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এনডিটির খবরে এক প্রত্যক্ষদর্শীকে বলতে শোনা যায়, “সেখানে খুব অল্প কয়েকজন পুলিশ ছিল। বেরোনোর পথে দোকানিরা জিনিসপত্র নিয়ে বসেছিল, যাতে বের হওয়া কঠিন হয়ে পড়ে।” পাটনার পুলিশ সুপার প্রাণতোষ কুমার দাশ বলেন, বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার কথা কয়েকজন তাদের জানিয়েছেন। গুজবটি দ্রুত ছড়িয়ে পড়লে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় বলে তারা জানান। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, জুতা, স্যান্ডেল ও হাতব্যাগ মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।























