মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৪ নভেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

জাতীয় নির্বাচনে যেভাবে ভোট দিতে পারবেন প্রবাসীরা


 

probashi-vote

নির্বাচনে যেভাবে ভোট দিতে পারবেন প্রবাসীরা

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা এবার বিশেষ একটি মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

৩ নভেম্বর ইসির ওয়েবসাইটে প্রকাশিত দুটি নির্দেশিকায় জানানো হয়েছে, প্রবাসীদের জন্য নতুনভাবে ‘Postal Vote BD’ নামে একটি ডিজিটাল ভোটিং সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিস্টেমে মোবাইল অ্যাপ ও পোস্টাল ব্যালট—দুই মাধ্যম একত্রে ব্যবহার করা হবে।

ইসি জানিয়েছে, আগে প্রবাসীরা শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারতেন, তবে সেটি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এবার তথ্যপ্রযুক্তি-সহায়ক এই নতুন ব্যবস্থায় প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করে ভোট দিতে পারবেন এবং তাদের ব্যালটের অবস্থা (ট্র্যাকিং) অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন।

নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় এনআইডি নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা প্রদান করতে হবে। তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র ডাটাবেজের সঙ্গে মিলে গেলে আবেদনটি গৃহীত হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে, যা পূরণ করে ডাকের মাধ্যমে ফেরত পাঠাতে হবে।

ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা তাদের শেষ বসবাসের স্থান বা পৈতৃক ঠিকানার নির্বাচনী এলাকার ভোটার হিসেবে গণ্য হন। ফলে তাদের ভোটাধিকার আইনি ভাবে বহাল থাকলেও, এতদিন বাস্তব কোনো ব্যবস্থা না থাকায় তা প্রয়োগ সম্ভব হয়নি।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন এই অনলাইন ভোটিং ব্যবস্থা এখনও বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তাই প্রবাসীদের সর্বশেষ নির্দেশনা ও আপডেট জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, সংশ্লিষ্ট দূতাবাস ও মিশনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ পাওয়া যায়নি