
নিহত পারভেজ মণ্ডল। ছবি : সংগৃহীত
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে প্রায় এক বছর আগে ভিয়েতনামে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর পারভেজ মণ্ডল (২১)। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ করে দিল তার সব স্বপ্ন, ভেঙে দিল অসহায় পরিবারের ভরসার শেষ আশাটুকু।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্থানীয় প্রবাসী সাকিব মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পারভেজ।
নিহত পারভেজ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ তার পরিহিত পোশাক দেখে পরিচয় শনাক্ত করে।
ছেলের মৃত্যুতে কান্না থামছে না পরিবারে। পারভেজের বাবা কিয়ামদ্দিন বলেন, “অনেক টাকা ধার করে ছেলেকে পাঠাইছি। এখনো দেনা শোধ হয়নি। এখন লাশ দেশে আনব কীভাবে, জানি না।”
মা হাসি বেগম কাঁদতে কাঁদতে বলেন, “আমি অসুস্থ, আমার ছেলেই আমার চিকিৎসার খরচ দিত। ছেলেটা বলতো, আম্মু তোমার জন্য ঘর করব, বিয়া করব। এখন আমি কেমনে বাঁচব?”
এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।























