
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারশোতে প্রদর্শনী চলাকালে ভারতীয় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এ মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত। নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল) নির্মিত তেজস যুদ্ধবিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে (১০:১০ জিএমটি) বিধ্বস্ত হয়।
দুবাই মিডিয়া অফিস এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পরপরই দমকলকর্মীসহ জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুবাই এয়ারশো ২০২৫–এর তথ্য অনুযায়ী, এ বছরের আয়োজনে অংশ নিয়েছে ১ হাজার ৫০০টির বেশি কোম্পানি এবং ১ লাখ ৪৮ হাজারের বেশি দর্শনার্থী। সোমবার শুরু হওয়া এ প্রদর্শনীর শেষ দিনেই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে।























