বুধবার । ডিসেম্বর ৩, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১ ডিসেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল


Khaleda Fokhrul

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি এ কথা জানান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি এ কথা জানান।

বিভিন্ন সংবাদমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা সত্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।” তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।

এদিকে, বিএনপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনই প্রদান করবেন। এর বাইরে অন্য কোনো সূত্রের তথ্য প্রচার না করার অনুরোধ জানায় দলটি।