বুধবার । ডিসেম্বর ৩, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ১ ডিসেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে, বিভ্রান্ত না হওয়ার আহবান রিজভীর


Rizvi BNP

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব বা বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানিয়েছেন গত কয়েকদিনের মতোই খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এক বিবৃতিতে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনই আনুষ্ঠানিকভাবে জানাবেন। এর বাইরে অন্য কারও দেওয়া তথ্য বা মন্তব্যকে গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দলটি।