কালো তালিকাভুক্ত ওয়েবসাইটে ভিসিটরদের উপর অনলাইন রেড চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম শাখার পুলিশ। শুক্রবার রাতে ডাচ পুলিশ অনলাইনে এই বৃহত্তম তল্লাশি অভিযান চালায়।
ইউরোপীয় পুলিশ অ্যাজেন্সির সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা ট্রল ওর্টিং জানিয়েছেন, গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও জার্মানির বাসিন্দা।
ডাচ পুলিশের সাথে এফবিআইয়ের যৌথ তল্লাশি অভিযানটি চালানো হয় নেদ্যারল্যান্ডের হেগ শহরে পুলিশ হেড কোয়ার্টারে বসে। এমন বেশ কিছু ওয়েবসাইট, যাদের মাধ্যমে ড্রাগ, এলএসডি, কোকেন বিক্রি চলত তাদের বিরুদ্ধে এই তল্লাশি অভিযান চালান হয়।
‘সিল্ক রুট ২.০’, ‘কাউড নাইন’, ‘প্যান্ডোরা’-র মত বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।
ওর্টিং বলেন, অনলাইন হোক বা সশরীরে, ড্রাগের ব্যবসা যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান জারি থাকবে। শুধু গ্রেফতারই নয়, ওয়েবসাইটগুলোতে অনলাইনে হানা দিয়ে ডিজিটাল কারেন্সিতে এক মিলিয়ন ইউরো আটক করেছে পুলিশ।
























