মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৮ নভেম্বর ২০১৪, ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার

টয়োটা আনছে হাইড্রোজেন চালিত গাড়ি


Toyota-Mirai

আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো হাইড্রোজেন কোষ চালিত গাড়ি বাজারে ছাড়ছে জাপানি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

মঙ্গলবার এক খবরে এপি জানিয়েছে, ১৫ ডিসেম্বর জাপানের বাজারে আসছে হাইড্রোজেন সেল চালিত টয়োটা মিরেই।

এরপর ২০১৫ সালের মধ্যভাগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ছাড়া হবে এই গাড়ি। ট্যাক্স বাদ দিয়ে এ গাড়ির দাম পড়বে প্রায় ৫৭ হাজার ৬০০ মার্কিন ডলার।

এ গাড়ি কোনো ধরনের ধোঁয়া নিঃসরণ করে না।

ব্যয় এবং জ্বালানির দুষ্প্রাপ্যতার কারণে এ গাড়ির বিক্রি নিয়ে সংশয় থাকার পরেও টয়োটা যথেষ্ট আশাবাদী। বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত হাইড্রোজেন ফুয়েল ফিলিং স্টেশন হাতেগোনা।

টয়োটার আশা, বিক্রি শুরুর প্রথম বছরে জাপানে ৪০০টি এবং বাকি দেশগুলোতে ৩০০টি হাইড্রোজেন চালিত গাড়ি বিক্রি হবে।

এ সম্পর্কে টয়োটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিতসুহিসা কাতো বলেন, এক সময়ে এ গাড়ি মূল ধারাতে ঢুকে পড়বে। আমরা তাই প্রথম পদক্ষেপটাই নিতে চাইছি।

 

নিউজ পাওয়া যায়নি