মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৪ মার্চ ২০১৫, ১:৫৪ অপরাহ্ন
শেয়ার

বিশ্বের ব্যয়বহুল শহর সিঙ্গাপুর


singaporeবিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট(ইআইইউ) এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার বিবিসি এক খবরে জানিয়েছে, গতবছর ব্যয়বহুল নির্বাচিত হওয়া শীর্ষ ৫ শহরের অবস্থান এ বছরের শুরুতেও অপরিবর্তিত রয়েছে। সিঙ্গাপুরের পরেই ২য়, ৩য়, ৪র্থ, ৫ম স্থানে যথাক্রমে রয়েছে প্যারিস, অসলো, জুরিখ ও সিডনি।

নিউইয়র্ককে ভিত্তি হিসেবে ধরে বিশ্বের ১৩৩টি শহরের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া গবেষণা চালাতে এসব এলাকার খাদ্য, পোশাক-পরিচ্ছদ, ইউটিলিটি বিলসহ (গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি) মোট ১৬০টি সেবার মানকে বিশ্লেষণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নিত্য মুদি পণ্যের দিক থেকে নিউ ইয়র্কের চেয়ে ১১ শতাংশ বেশি ব্যয়বহুল সিঙ্গাপুর। এখানে গাড়ির দামও অনেক বেশি। নিউ ইয়র্কের তুলনায় যানবাহনেও ৩ গুণ বেশি খরচ হয় সিঙ্গাপুরে।

নিউজ পাওয়া যায়নি