মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ মার্চ ২০১৫, ১২:২১ অপরাহ্ন
শেয়ার

ব্যাট দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা!


bat-murderভারতে কেভাডিয়ায় বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের ধরে স্বামী-স্ত্রী মধ্যে তুমুল ঝগড়া চলছিল। এক পর্যায়ে স্বামীকে ক্রিকেটের ব্যাট দিয়ে বেদম পিটিয়ে মেরেই ফেললেন স্ত্রী!

শনিবার এবিপি এক প্রতিবেদনে জানিয়েছে, কেভাডিয়া থানার সাব-ইনসপেক্টর ওয়াই পি পটেল জানিয়েছেন, পুলিশ কনস্টেবল মুকেশ এস বারিয়ার (৩৫) এমন মর্মান্তিক মৃত্যুর পর তার স্ত্রী সঙ্গীতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মুকেশকে হত্যা করা হয়েছে এটা ময়না তদন্তের রিপোর্টে প্রমাণিত হয়েছে। সঙ্গীতা মুকেশকে ব্যাট দিয়ে পিটিয়ে মারার কথা স্বীকার করেছেন।

কেভাডিয়া টাউনের সর্দার সরোবর বাঁধে নিরাপত্তারক্ষী হিসাবে নিযুক্ত ছিলেন মুকেশ। সঙ্গীতার সঙ্গে তার ১২ বছরের বিবাহিত জীবন। কিন্তু মুকেশের অবৈধ সম্পর্কের অভিযোগ ঘিরে প্রায়ই দুজনের মধ্যে কথা কাটাকাটি হতো। ৪ দিন আগেও তাদের ঝগড়া হয়। এ থেকেই ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা।

সঙ্গীতার ১০ বছরের মেয়ে প্রিয়া পুলিশকে জানিয়েছে, তার মা-ই তার বাবাকে মেরেছে।

নিউজ পাওয়া যায়নি