মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৫ ডিসেম্বর ২০১৭, ৩:১১ অপরাহ্ন
শেয়ার

মোবাইল অফারের বিড়ম্বনা এড়াতে যা করবেন


banglalink-my-offerমোবাইল অপারেটরদের বিভিন্ন অফারের মেসেজে প্রতিনিয়ত ভরা থাকে গ্রাহকের ইনবক্স। একের পর এক অফার আসতেই থাকে। এতো অফারের ভিড়ে কোনগুলো উপযুক্ত, তা নির্ণয় করতে হিমশিম খেতে হয়। গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণের জন্যই অফারগুলো দিয়ে থাকে অপারেটররা। কিন্ত বেশিরভাগ ক্ষেত্রে এর ফলাফল হয় বিপরীত। অনেকের কাছে বিষয়টি রীতিমতো বিরক্তিকর।

এমন বিড়ম্বনা এড়াতে বাংলালিংক নিয়ে এসেছে নতুন প্লাটফর্ম ‘আমার অফার’। গ্রাহকের মোবাইল ও ইন্টারনেট সার্ভিসের ধরন দেখে সুনির্দিষ্ট অফার দেবে ‘আমার অফার’। এতে প্রয়োজনীয় অফার বেছে নেওয়ার ঝামেলা থাকবে না। উপযুক্ত অফার পেয়ে যাবেন স্বয়ংক্রিয়ভাবেই। এ সুবিধা পেতে ডায়াল করতে হবে *৮৮৮# নম্বরে।

বাংলালিংকের কমিউনিকেশন ডিরেক্টর আসিফ আহমেদ বলেন, ‘গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অফার উপভোগের সুযোগ দিতেই এ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। বাংলালিংকের এ সংযোজন নতুন মাত্রা যোগ করবে।’

তিনি বলেন, ‘শুধু তাই নয়, ডায়াল করার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ৫০০ এমবি ফ্রি ইন্টারনেট ডেটা এবং ৫০০ ফ্রি এসএমএস।’

নিউজ পাওয়া যায়নি