মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৯ মে ২০১৮, ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার

বার্সেলোনার কমিউনিটি ব্যক্তিত্ব মফিজুল ইসলাম আর নেই


mufijul-islamবার্সেলোনার বাংলাদেশি কমিউনিটির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মফিজুল ইসলাম (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। ৮ মে ভোর সাড়ে ৪টার সময় স্থানীয় দেল মার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মফিজুল ইসলাম দীর্ঘ প্রায় ১৮ মাস যাবত দূরারোগ্য ক্যানসারসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তিনি শাহজালাল জামে মসজিদের সাবেক সেক্রেটারি, বার্সেলোনার বাংলাদেশি কমিউনিটি, বাংলা মসজিদসহ বিভিন্ন সামাজিক কাজে নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুর সংবাদে বার্সেলোনার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সৌজন্যে- জাগো নিউজ

নিউজ পাওয়া যায়নি