সিউল, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪:
উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি। এ জন্য দেশটিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) মুখোমুখি করার সুপারিশ করেছেন জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা। উত্তর কোরিয়ায় মানবাধিকারবিষয়ক এক প্রতিবেদনের ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) গত শুক্রবার এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে গত মার্চে একটি কমিটি গঠন করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। তিন সদস্যের ওই কমিটি গত প্রায় এক বছর ধরে কাজ করে। উত্তর কোরিয়ায় প্রবেশের অনুমতি না থাকায় দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে তথ্য সংগ্রহ করেন তাঁরা। উত্তর কোরিয়ার হাতে নির্যাতনের শিকার কিংবা নির্যাতনের প্রত্যক্ষদর্শী- এমন ৮০ জনের সাক্ষাৎকার নেয় কমিটি। এর ভিত্তিতে তাঁরা ইতিমধ্যে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছে।
আগামীকাল সোমবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করার কথা আছে। কিন্তু তার আগেই কমিটির সঙ্গে যুক্ত দুই ব্যক্তির বরাত দিয়ে এপি জানায়, তদন্তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো অভিযোগ আছে। তবে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার এক কর্মকর্তা তদন্ত প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। সূত্র : গার্ডিয়ান।























