মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২১ ফেব্রুয়ারী ২০১৪, ৫:১৭ অপরাহ্ন
শেয়ার

সিরিয়ায় সাহায্য প্রস্তাবে শনিবার নিরাপত্তা পরিষদে ভোট


সিউল, ২১ ফেব্রুয়ারী, ২০১৪:

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অবিলম্বে মানবিক সাহায্য পাঠানোর একটি খসড়া প্রস্তাবের ওপর শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। কূটনীতিকরা একথা বলেছেন।

다운로드২০১১ সালে সিরিয়ায় সংকট শুরুর পর থেকে রাশিয়া চীনের সমর্থনে বাশার সরকারের ওপর চাপ সৃষ্টি করে এমন তিনটি প্রস্তুাব পাশে বাধা দেয়।
সিরিয়ার আনুমানিক আড়াই লাখ লোক সাহায্যের প্রতীক্ষা করছে।

খসড়া প্রস্তাবটিতে হোমস শহরসহ সিরিয়ার জনবহুল এলাকাগুলোতে অবিলম্বে মানবিক সাহায্য পাঠানোর কথা বলা হয়েছে।

এছাড়া প্রস্তাবে বেসামরিক লোকজনের ওপর সকল প্রকার হামলা বন্ধের দাবিও উত্থাপন করা হয়েছে।
আলেপ্পোয় সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় বেসামরিক মানুষও হতাহত হচ্ছে।

নিউজ পাওয়া যায়নি