মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৭ ফেব্রুয়ারী ২০১৪, ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার

দৌড়ে সবাইকে তাক লাগালেন ১১৬ বছরের কৃষক


সিউল, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪:

ভারতের ৩৫তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স-এ ৪৬ দশমিক ৭৪ সেকেন্ডে ২শ’ মিটার দৌঁড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেণ ১১৬ বছরের এক কৃষক। দৌড়ে তিনি সময় নেন ৪৬ দশমিক ৭৪ সেকেন্ড।

dharampal-gujjar-640ভারতের উত্তর প্রদেশের এই কৃষকের নাম ধর্মপাল রাজগুরু। মেরঠ জেলার গুঢা গ্রামের ধর্মপালের জন্ম ১৮৯৭ সালের ৬ অক্টোবর। গত মঙ্গলবার এখানে ৪শ’ মিটারে সোনা জিতেছিলেন। পরের দিন নামেন ২শ’ মিটারে। তবে বয়সের বিচারে তার গ্র“পে ২শ’ মিটারে আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় একাই দৌঁড়ান।

ধর্মপাল জানিয়েছেন, তিনি দারুণ ফিট। সারাবছর দেশের বিভিন্ন প্রান্তে ম্যারাথনেও নামেন। শেষ দৌড়েছেন কোচি ম্যারাথনে। আর বয়সভিত্তিক মাস্টার্স মিটগুলোতে এখনও তিন-চারটে করে সোনার পদক তার বাধা। বিভিন্ন প্রতিযোগতিায় নামার জন্য সহকর্মী এবং বন্ধুরা তাকে অর্থ সাহায্যসহ সব রকমের সহযোগিতা করেন। ধর্মপালের একটাই আফসোস, দেশের হয়ে কখনও কোন আন্তর্জাতিক মঞ্চে নামার সুযোগ পাননি। ‘আমার যখন বয়স ছিল, তখন টাকা ছিল না। তাই দেশের হয়ে কখনও দৌঁড়ানো হয়নি। ২শ’ মিটার দৌর শেষে আক্ষেপ করেছেন অ্যাথলেট।

নিউজ পাওয়া যায়নি