মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৪ মার্চ ২০১৪, ১১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

পর্যটন খাতে আগামী বছর ১৩ লাখ কর্মসংস্থান হবে সৌদি আরবের


সিউল, ৪ মার্চ, ২০১৩:

পর্যটন খাতে ২০২০ সালের মধ্যে ১৮ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সৌদি আরব। এর মধ্যে আগামী বছরই ১৩ লাখ কর্মসংস্থান নিশ্চিত হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর সিনহুয়ার।

imagesসৌদি মনিটারি এজেন্সির (এসএএমএ) বার্ষিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আরব নিউজ জানায়, আগামী বছরের মধ্যে পর্যটন খাতে ১৩ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ২০২০ সাল নাগাদ তা বেড়ে ১৮ লাখে দাঁড়াবে।

এ প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে পর্যটন খাতে সরাসরি সাত লাখ ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। আগের বছরের তুলনায় তা ৫ দশমিক ৯ শতাংশ বেশি। এছাড়া সৌদির জিডিপিতে স্থানীয় পর্যটনের অবদান বাড়ছেই। ২০১১ সালের তুলনায় ২০১২ সালে তা বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। জিডিপিতে তেলবহির্ভূত খাতের অবদান এর তুলনায় সামান্য বেশি।

অবশ্য সৌদি আরবের পর্যটন খাত স্থানীয় পর্যটনের উপরেই বেশি নির্ভরশীল বলে আল হায়াত নামের স্থানীয় আরেকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়। যদিও দেশটির ভবিষ্যত্ পরিকল্পনায় বিদেশী পর্যটক আকর্ষণের বিষয়টি রয়েছে। ধর্মীয় পর্যটনের দিক থেকে সৌদি আরব বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সূত্রঃ বণিকবার্তা।

নিউজ পাওয়া যায়নি