সিউল, ৬ মার্চ, ২০১৩:
উত্তর কোরিয়া দেশটির সাম্প্রতিক ধারবাহিক ক্ষেপণাস্ত্র ও রকেট পরীক্ষাকে সমর্থন করে বুধবার সিউল ও ওয়াশিংটনের সমালোচনার জবাব দিয়েছে। ধারাবাহিক এ পরীক্ষাগুলোকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কোরিয়ান পিপল’স আর্মির (কেপিএ)’র এক মুখপাত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পরীক্ষাগুলো ‘নিয়মিত সামরিক অনুশীলন।’
উত্তর কোরিয়া গত সপ্তাহে সমুদ্রে বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়া এ ঘটনাকে ‘উস্কানি’ হিসেবে উল্লেখ করে এবং ওয়াশিংটন অবিলম্বে এ পরীক্ষা বন্ধের আহ্বান জানায়।























