মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ মার্চ ২০১৪, ৮:২৫ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নিখোঁজ বিমানের খোঁজে এবার ভারত মহাসাগরে তল্লাশি


সিউল, ১৫ মার্চ, ২০১৩:

নিখোঁজ হওয়ার ছয় দিন অতিক্রান্ত হওয়ার পর শুক্রবার নিখোঁজ মালয়েশীয় বিমানের সন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত মহাসাগরে বিস্তীর্ণ এলাকজুড়ে অনুসন্ধান শুরু হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যম বলেছে, মালয়েশীয় এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে রাডারের আওতার বাইরে চলে যাওয়ার পর বেশ কয়েক ঘণ্টা এর যোগাযোগ ব্যবস্থা উপগ্রহে সচল ছিল বলে ধরা পড়েছে।

bccnews2_17626_0হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, নিশ্চিত না হলেও কিছু নতুন তথ্যের ভিত্তিতে আমার ধারণা হলো অনুসন্ধান ক্ষেত্র ভারত মহাসাগর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

মার্কিন নৌ বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ইউএসএস কিড মালাক্কা প্রণালী থেকে ভারত মহাসাগরের পথে রয়েছে। এটি প্রাথমিকভাবে মালয়েশীয় উপকূলের অপর পাশে থাইল্যান্ড উপসাগরে মোতায়েন ছিল।

ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর এর গড় গভীরতা ৩ হাজার ৯শ’ মিটার। ফলে এই অনুসন্ধান অভিযান এখন এক বিশাল এলাকায় পরিচালিত হতে যাচ্ছে।

মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার উইলিয়াম মার্কস সিএনএনকে এ সম্পর্কে বলেন, ‘এটি যেনো দাবার বোর্ড থেকে ফুটবল মাঠে’ যাওয়া।
তিনি জানান, মার্কিন অনুসন্ধান অভিযান মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে সমম্বয় করেই পরিচালিত হবে।

নিউজ পাওয়া যায়নি