মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৮ মার্চ ২০১৪, ৫:০৫ অপরাহ্ন
শেয়ার

জাপান উপসাগরে দুই জাহাজের সংঘর্ষ : ১ চীনা ক্রু’র মৃত্যু, ৮ জন নিখোঁজ


সিউল, ১৮ মার্চ ২০১৪:

জাপান উপসাগরের মুখে মালবাহী দুটি জাহাজের সংঘর্ষে এক চীনা ক্রু মারা গেছে এবং অপর আট জন নিখোঁজ রয়েছে। জাপানের উপকূলরক্ষীরা এ কথা জানায়।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে উরাগা নদী পথে পানামা পতাকাবাহী বিগল ৩ এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার পেগাসাস প্রাইমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিগল ৩ সাগরে ডুবে যায়। বিগল ৩তে ২০ চীনা ক্রু’র মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। অপর আটজন নিখোঁজ রয়েছে।

images (1)সূত্র মতে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে জাপানী উপকূলরক্ষীরা ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার ও ১৯ টহল জাহাজ পাঠিয়েছে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চলছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার পেগাসাস প্রাইমে যে কজন ক্রু ছিল তাদের মধ্যে সিউলের ছয় ও মায়ানমারের আটজন রয়েছে। এদের অধিকাংশই অক্ষত রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার দু’জন সামান্য আহত হয়েছে।

নিউজ পাওয়া যায়নি