বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২ এপ্রিল ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
শেয়ার

ডেমরায় বাসের গ্যারেজে আগুনে পুড়লো ১৪টি বাস


প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় একটি বাসের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত ৮টা ৪০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেস পরিবহনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আজ (১ এপ্রিল) রাত আটটা পঞ্চাশ মিনিটের দিকে তাঁরা ডেমরার ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেস পরিবহনের গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর তাঁদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৪৯ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু এরই মধ্যে গ্যারেজে থাকা ১৪টি বাস আগুনে পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর সংশ্লিষ্ট থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। অগ্নিকাণ্ডের বিষয়ে লন্ডন এক্সপ্রেস পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে এখনই এটি দুর্ঘটনা, নাকি নাশকতা বলা যাবে না। তদন্তের পর বিষয়টি বলা যাবে।

নিউজ পাওয়া যায়নি