
ফাইল ছবি
বেসরকারি সংস্থা সিপিডির ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে থাকলেও সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে আস্থা পাচ্ছে না।
শনিবার রংপুরে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনের পথে সহিংসতা বাড়তে পারে কিনা, নির্বাচন কমিশনের ক্ষমতা যথেষ্ট কিনা—এ ধরনের সন্দেহ রয়েছে। একদিকে জনগণের প্রত্যাশা উচ্চ, অন্যদিকে আস্থা নেই।
সভায় বক্তারা উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন নিয়ে এখনও ভোটারদের মধ্যে নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে সংশয় আছে। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও সমন্বয়ও যথেষ্ট নয়।
পরামর্শ সভায় রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, কৃষক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন।




























