রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৯ অগাস্ট ২০১৪, ১:৩৫ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় কংক্রিটের স্প্যান পড়ে এক বাংলাদেশি নিহত


মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি উড়াল সড়কের সাড়ে ৬০০ টন ওজনের কংক্রিটের স্প্যান পড়ে ১ বাংলাদেশি নিহত ও ২ জন নিখোঁজ হয়েছেন। দেশটির কোটা দামানসারা এলাকার কাছে স্থানীয় সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

bangladesh_48184 নিহতের নাম মোহাম্মদ এলাহি হোসেন। আর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক। ভোর ২টা ৩৪ মিনিটে এলাহির মৃতদেহ উদ্ধার করা হয়।

আশঙ্কা করা হচ্ছে, নির্মাণাধীন উড়াল সড়কের ভারি বীমটির নিচে চাপা পড়ে তারাও নিহত হয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশি ওই শ্রমিকদের পরিচয় সম্পর্কে  বিস্তারিত আর কিছু এখনো জানা যায়নি।

জানা যায়, ওই শ্রমিকরা মাস র‌্যাপিড ট্র্যানজিট কর্পোরেশনের (এমআরটি কর্প) একটি নির্মাণ সাইটে কাজ করছিলেন। সেখানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় আশপাশের পথচারীরা এ দুর্ঘটনায় হতাহত হননি।

এদিকে, এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছেন দেশটির সরকারি কর্তৃপক্ষ। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।