অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার অংশ নিয়েই দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী দল। সোমবার (৭ জুলাই) চীনের ডাজুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ প্রতিনিধিরা।
ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে একাধিক পেনাল্টি কর্নার পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয় কোয়ার্টারে এসে দলকে এগিয়ে দেন কনা আক্তার। ম্যাচের ৩৪তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর ৪২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। শেষ কোয়ার্টারে ৫৭তম মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি করেন শারিকা রিমন।
গ্রুপ পর্বে তিন ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। এর আগে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় মেয়েরা, যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলে হারে তারা। গ্রুপে তিন ম্যাচে সবগুলোতেই জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান।





























