
ফাইল ছবি
মালদ্বীপ সরকার শিগগিরই অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য একটি বৈধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মজিদ ইব্রাহিম।
পাবলিক সার্ভিস মিডিয়ার (পিএসএম) ‘রাজ্জে মিয়াধু’ নামে একটি অনুষ্ঠানে তিনি জানান, ২০২৪ সালের মে থেকে ‘অপারেশন কুরাঙ্গি’র আওতায় প্রায় ১ লাখ ৬০ হাজার অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে বিশ্লেষণে দেখা গেছে, এখনো বিপুল সংখ্যক শ্রমিক অনিবন্ধিত অবস্থায় রয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নিয়োগকর্তাদের অবহেলা বা বিভিন্ন কারণে অনেক শ্রমিক বৈধকরণে অংশ নিতে পারেননি। তাদের জন্য ভবিষ্যতে নতুন সিস্টেমে প্রবেশের সুযোগ রাখা হবে। এ কর্মসূচি প্রায় ছয় মাস চলবে এবং শ্রমিকদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ২০২৩ সালে অনিয়মিত অভিবাসন ঠেকাতে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা এখনও চলমান।
স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য গ্রেফতার নয়, বরং অভিবাসীদের বৈধকরণের সুযোগ করে দেওয়া।





























