
ফাইল ছবি
সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক বা ‘হুরুবপ্রাপ্ত’ হয়ে অবৈধ অবস্থায় থাকা বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার। এখন থেকে প্রবাসীরা নতুন নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান বেছে নিয়ে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন।
এটি সৌদিতে কর্মরত সব বিদেশি শ্রমিকের জন্য প্রযোজ্য, তবে শর্ত রয়েছে। যারা সৌদিতে আসার এক বছরের মধ্যে নিয়োগকর্তার কাছে হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় পড়বেন না। এছাড়া আবেদনকারীরা ট্রান্সফারের ফি সম্পর্কে আগেভাগে তথ্য জানতে পারবে না; কেবল কুয়া প্ল্যাটফর্মে আবেদন শুরু করার পরই সিস্টেম থেকে ফি জানানো হবে।
সৌদি সরকারের এই উদ্যোগে হুরুবপ্রাপ্ত শ্রমিকরা বৈধভাবে নতুন চাকরি পেতে পারবেন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগও পাবেন। এতে প্রবাসীদের জীবন স্বাভাবিক হবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রবাসীরা এই সুযোগকে প্রশংসা করছেন। তারা বলছেন, এটি তাদের জন্য নতুন জীবন গড়ার পথ খুলে দিয়েছে এবং দীর্ঘদিন ধরে চলমান বৈধতা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।





























