
মালেতে ইমিগ্রেশনের বিশেষ অভিযান
মালদ্বীপের রাজধানী মালে সিটিতে অভিযানে ৮১ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টাব্যাপী এ অভিযানে অংশ নেয় ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা, ৬৬ জন পুলিশ সদস্যসহ অন্যান্য সংস্থা।
ইমিগ্রেশনের তথ্যে জানা যায়, অভিযানে মালে সিটির ৪৬৩টি স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় যাচাই করা হয় ৯৩২ জন বিদেশিকে, যাদের মধ্যে ৮১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
এছাড়া অভিযানে বিদেশিদের পরিচালিত অন্তত ১০টি অবৈধ ব্যবসার তথ্যও পাওয়া গেছে। এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ জানান, অনিয়মিত বিদেশি ও অবৈধ ব্যবসা বন্ধে এই অভিযান তিন ধাপে পরিচালিত হবে। তিনি বলেন, এ ধরনের ব্যবসার পেছনে প্রভাবশালী মহল জড়িত থাকায় লড়াই সহজ নয়, তবে গুরুত্ব দিয়ে কাজ করলে সফলতা আসবেই।
এর আগে গত রোববার অভিযানে আরও ২৪ জন বিদেশিকে আটক করেছিল কর্তৃপক্ষ।





























