রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
শেয়ার

কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়ায় আড়ংকে লিগ্যাল নোটিশ


aarong

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ংকে কাগজের শপিং ব্যাগের মূল্য আদায় বন্ধের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা। সোমবার (২৯ সেপ্টেম্বর) আড়ংয়ের করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়।

অ্যাডভোকেট নিশাত ফারজানা নোটিশে উল্লেখ করেছেন, তিনি আড়ংয়ের দীর্ঘদিনের নিয়মিত গ্রাহক। আগে কেনাকাটার পর ক্রেতাদের ব্র্যান্ড লোগোসম্বলিত কাগজের ব্যাগ বিনামূল্যে দেওয়া হলেও সম্প্রতি মগবাজার আউটলেটে কেনাকাটার সময় জানতে পারেন, সেপ্টেম্বর থেকে ব্যাগ আর বিনামূল্যে দেওয়া হচ্ছে না। এখন গ্রাহকদের নির্দিষ্ট অর্থ দিয়ে সেই ব্যাগ কিনতে হচ্ছে। আড়ংয়ের পক্ষ থেকে জানানো হয়, ব্যাগ বিক্রির পুরো অর্থ স্থানীয় বৃক্ষরোপণ প্রকল্পে ব্যয় করা হবে।

তবে নোটিশে এই যুক্তিকে ‘ভ্রান্তিপূর্ণ’ ও ‘অযৌক্তিক’ উল্লেখ করে বলা হয়, পরিবেশবান্ধব উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে সেটি প্রতিষ্ঠানের লাভ থেকে ব্যয় করা উচিত। গ্রাহকের কাছ থেকে নিম্নমানের কাগজের ব্যাগের জন্য অতিরিক্ত মূল্য নেওয়া জবরদস্তিমূলক আদায় এবং অসাধু ব্যবসায়িক মানসিকতার প্রতিফলন।

আইনজীবীর ভাষ্যে, আড়ংয়ের দেওয়া কাগজের ব্যাগ রিসাইকেল পেপার দিয়ে তৈরি, যা একবার ব্যবহার করার পর দ্রুত নষ্ট হয়ে যায়। এ ধরনের টেকসই নয় এমন ব্যাগের জন্য মূল্য দাবি করা গ্রাহকদের প্রতি অন্যায়। নোটিশে আরও বলা হয়, ব্যাগে ব্র্যান্ডের লোগো থাকা সত্ত্বেও এতে কোনও সৃজনশীলতা বা নকশার সংযোজন নেই। ফলে ক্রেতাদের জোরপূর্বক অর্থ প্রদান করতে বাধ্য করা হচ্ছে।

এছাড়া আড়ং সম্প্রতি ‘রিইউজেবল ফেব্রিক ব্যাগস’ নামে নতুন ব্যাগ চালু করেছে, যার দাম তুলনামূলকভাবে বেশি এবং আকার ছোট। এতে একাধিক পণ্য কিনলে গ্রাহককে একাধিক ব্যাগ কিনতে হচ্ছে। অ্যাডভোকেট নিশাতের দাবি, গ্রাহকের মতামত যাচাই না করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ আয়ের মানুষের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

নোটিশে সতর্ক করা হয়েছে, ১০ দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ না করলে আড়ংয়ের বিরুদ্ধে যথাযথ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।