শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৬ অক্টোবর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাসপাতাল তৈরির উদ্যোগ


kuwait-bangladeshi-hospital

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাসপাতাল তৈরির উদ্যোগ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা। প্রবাসীদের স্বাস্থ্যসেবা সহজ করা ও মাতৃভাষায় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই এই মহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের আয়োজনে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সালমিয়ার ওল্ড সুক এলাকার মিক্স ইয়াকি জাপানিজ রেস্টুরেন্টে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় কুয়েতে বাংলাদেশি হাসপাতাল স্থাপন নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শমরিতা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীরা। সভার সভাপতিত্ব করেন বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফুর রহমান মোকাই আলী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম ও সহ-সভাপতি আকবর হোসেন।

বক্তারা বলেন, প্রবাসীদের অংশগ্রহণে হাসপাতালটি শুধু স্বাস্থ্যসেবায় নয়, বিনিয়োগ ও বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য ১০ হাজার কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা) নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রবাসীদের এখনই যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

বিজনেস কাউন্সিলের নেতারা বলেন, কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক উদ্যোগ হতে যাচ্ছে। এতে প্রবাসীরা স্বল্প খরচে মাতৃভাষায় চিকিৎসা নিতে পারবেন, ডাক্তার-নার্সদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন এবং মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

সভায় উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আজীজুর রহমান, প্রকৌশলী এম আই আলম, কুয়েত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা বিজ্ঞানী ড. মোহাম্মদ হাফিজুর রহমান, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সালাম, ইঞ্জিনিয়ার মিজান, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন ফারুক, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ক্যাপ্টেন আফতাব আহমেদ, ফার্মাসিউটিক্যাল এক্সপার্ট মোহাম্মদ সালেহ উজ্জামানসহ প্রবাসী ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম হারুনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবারের মতো কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব তোলা হয়। ডা. হারুন বলেন, “প্রবাসীদের সহযোগিতা পেলে কুয়েতে একটি বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব।”