শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে ব্রেনস্ট্রোকে বাংলাদেশির মৃত্যু


shibu

নিহত কাজী তাজুল ইসলাম শিফু। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ব্রেন স্ট্রোক করে কাজী তাজুল ইসলাম শিফু (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত তাজুল ইসলাম শিফু রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাজী বাড়ির কাজী আব্দুস সালামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। তার এক ছেলে স্থানীয় মাদরাসায় হেফজখানায় এবং অন্যজন দাখিল নবম শ্রেণিতে পড়ছে।

জানা যায়, শিফু দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে একটি দোকানে কর্মরত ছিলেন। ১২ দিন আগে তিনি ব্রেনস্ট্রোকের কারণে স্থানীয় সামিসি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নিকটাত্মীয় কাজী মিল্লাত সৌদি আরব থেকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শিফুর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। নিকটাত্মীয়রা সকলের কাছে দোয়া চেয়েছেন। তার লাশ দেশে আনার কাজ চলছে বলে জানিয়েছেন স্বজনরা।