
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা
মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, রাজধানী মালেতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি (এনসিআইটি) ভবন অথবা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি- এমন নতুন ও পুরোনো, বৈধ বা নথিহীন সব বাংলাদেশিকেই তথ্য জমা দিতে হবে।
হাইকমিশন সতর্ক করে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্টদের দেশে ফেরত পাঠানো হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।





























