শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট আদালত ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার

রায়ে ন্যায়বিচারের তৃষ্ণা পূরণ হবে, সেটাই প্রত্যাশা: চিফ প্রসিকিউটর


Tajul Islam

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটি চূড়ান্ত পর্যায়ে আসতে প্রসিকিউশন টিমের সদস্যরা যে নিষ্ঠা ও পরিশ্রম করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একইসঙ্গে ভুক্তভোগী ও পুরো জাতির প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘১৭ নভেম্বরের রায়ে আদালত তার সুবিবেচনা ও প্রজ্ঞা প্রয়োগ করবেন বলে আমরা বিশ্বাস করি। জাতি দীর্ঘদিন ধরে এই বিচারের অপেক্ষায় আছে, সেই ন্যায়বিচারের তৃষ্ণা যেন পূরণ হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এই রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অধ্যায়ের ইতি ঘটবে। এটি শুধু বিচার নয়— ভবিষ্যতের জন্যও একটি ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে।’