
যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন
দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন।
বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে মহিলা কাবাডি বিশ্বকাপ। আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণামূলক ও বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
২০২৫ সালের মহিলা কাবাডি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো হলো—বাংলাদেশ, চাইনিজ তাইপেই, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জানজিবার।।
১৭ নভেম্বর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং ২৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।





























