শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৬ নভেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
শেয়ার

দেশের অর্থনীতি পুনরুজ্জীবনের পথে: অর্থ উপদেষ্টা


Salehuddin

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকারের বিভিন্ন উদ্যোগে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনীতি ধ্বংস হয়নি, বরং পুনরুজ্জীবিত হচ্ছে। আগস্টের চ্যালেঞ্জিং সময়ের তুলনায় পরিস্থিতি এখন অনেক ভালো।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নগদ–ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন জানান, রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। যদিও অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবুও বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে।

তিনি ভবিষ্যৎ প্রকল্পে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানান। কিছু মেগা প্রকল্পকে ‘শুধু স্মারক’ বলে উল্লেখ করে বলেন, শত কোটি টাকা ব্যয় হলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি—এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

আগামী মাসগুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান কাঠামোকে পরিমার্জন করে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করাই মূল দায়িত্ব, যাতে তারা আরও কার্যকরভাবে এগোতে পারে।

জাতীয় উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। জনগণ মৌলিক চাহিদার বাইরে আরও উন্নত সেবা প্রত্যাশা করে—এ কথাও তুলে ধরেন উপদেষ্টা।

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে সত্য উদঘাটন ও গঠনমূলক সমালোচনা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএপিও–নগদের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী। বক্তব্য দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সূত্র: বাসস