শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৬ নভেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি


International Crime Tribunal

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে সেনা সদর দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার, রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে প্রথম দফায় সেনা মোতায়েনের অনুরোধ করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনা সদস্য মোতায়েনও করা হয়।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে ঢাকাসহ চার জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরমধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।