শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট বিজনেস ১৮ নভেম্বর ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন
শেয়ার

বেপজায় আরও দুই কোম্পানির বিনিয়োগ, কর্মসংস্থান ১১০৫ বাংলাদেশির


BEPZA 2

সোমবার (১৭ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তি সই হয়

বেপজা অর্থনৈতিক অঞ্চলে হালকা প্রকৌশল ও গার্মেন্ট অ্যাক্সেসরিজ কারখানা স্থাপনে দুটি বিদেশি কোম্পানির সঙ্গে জমি ইজারা চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

কোম্পানি দুটি হলো- হংকং-চীন মালিকানাধীন ডিজে কপার কোম্পানি লিমিটেড ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটি এখানে ৭০ দশমিক ৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে ১ হাজার ১০৫ জনের কর্মসংস্থান তৈরি হবে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তি সই হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিআরএক্স টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ঝ্যাং না এবং ডিজে কপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঝ্যাং জুনফেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।