রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ নভেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার

‘নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’


Jamayet-Amir-Dr-Shafik

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের দিন কোনো ধরনের গণভোট কাম্য নয়। তার ভাষায়, “নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।”

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সফরকালে নগরের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে প্যারেড মাঠে পৌঁছান।

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বর্তমানে সংশয় রয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, “ইনশাআল্লাহ নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদেরই তৈরি করতে হবে। নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হতে পারে, তবে আমরা কোনো সংকট সৃষ্টি হতে দেব না।”

ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, “নির্বাচনের দিন গণভোট ভালোভাবে চাই না। ওই দিনে গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে।”

নির্বাচনকেন্দ্রিক জোট করার প্রশ্নে তিনি জানান, “আমরা কোনো জোটে যাচ্ছি না। তবে অনেক দল ও শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে, ইনশাআল্লাহ।”

চট্টগ্রামের সব আসনে জামায়াত প্রার্থীর জয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি জামায়াতের বিজয় চাই না, আমি জনগণের বিজয় চাই।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “পিআরের দাবি জনগণের স্বার্থে। আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে শনিবার বিকেলে তিনি আকবরশাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।