
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠিটি পাঠানো হয়েছে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী দু’জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এর আগে শেখ হাসিনাকে ফেরাতে পাঠানো চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। তবে বর্তমান পরিস্থিতি আগের মতো নেই। “এখন তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা হয়েছে। তাছাড়া দুই দেশের মধ্যকার বিদ্যমান চুক্তিও এ ধরনের প্রক্রিয়াকে সমর্থন করে,” মন্তব্য করেন তিনি।
তিনি জানান, শিগগিরই তাদের ফেরত আনতে আরও একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।























