শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ নভেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার


Chief adviser dr. muhammad younus

ফাইল ছবি

রাজধানী ও আশপাশে টানা ভূমিকম্প অনুভূতির পরিপ্রেক্ষিতে ভূমিকম্প প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

বৈঠকে ভূমিকম্পজনিত ঝুঁকি, প্রস্তুতি জোরদার, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞরা ভবন কাঠামোর দুর্বলতা, উদ্ধার সক্ষমতা, জরুরি সেবার প্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারটি ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয় এবং সরকারের জরুরি প্রস্তুতি পর্যালোচনার প্রয়োজনীয়তা বেড়ে যায়।