শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক জাতীয় ২৪ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শেয়ার

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ

হয়তো ভালো কিছু ঘটছে, বললেন ট্রাম্প


Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো ও ওয়াশিংটনের যৌথভাবে তৈরি করা ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব উদ্যোগের মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ থামাতে “হয়তো ভালো কিছু ঘটছে”।

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প লেখেন, “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় বড় অগ্রগতি কি সত্যিই সম্ভব? যতক্ষণ না দেখবেন, ততক্ষণ বিশ্বাস করবেন না। তবে হয়তো ভালো কিছু ঘটছে। সৃষ্টিকর্তা আমেরিকার ভালো করুন।”

চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি সামনে আসে দুই দেশের কর্মকর্তাদের তৈরি ২৮ দফা পরিকল্পনা। এতে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছাড়ার, সামরিক বাহিনী ছোট করার এবং ন্যাটোয় যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগের শর্ত রাখা হয়েছে। কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা বলছে- এ পরিকল্পনায় রাশিয়ার স্বার্থই বেশি প্রতিফলিত হয়েছে।

ওয়াশিংটন বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে ইউক্রেনকে পরিকল্পনা মেনে নিতে চাপ দিচ্ছিল। এমনকি ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন- পরিকল্পনা না মানলে ইউক্রেন ও ইউরোপ নিজেদের লড়াই নিজেরাই লড়বে। তবে তিনি এটিও জানিয়েছিলেন, এই পরিকল্পনাই চূড়ান্ত নয়।

রোববার থেকে জেনেভায় ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় নতুন করে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। যৌথ বিবৃতিতে বলা হয়- শান্তিচুক্তিতে ইউক্রেনকে রাজি করাতে পরিকল্পনাটি ‘পরিমার্জন’ করা হচ্ছে।

রাশিয়াকে এ পরিবর্তন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে আগে পাঠানো খসড়ার পরিবর্তন হচ্ছে- এটা মস্কো বুঝতে পেরেছে বলে তিনি জানান।

রাশিয়ার কাছে পাঠানো ওই খসড়া নিয়ে পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে আলোচনা করেছেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব শান্তি প্রতিষ্ঠার একটি ভিত্তি তৈরি করতে পারে এবং রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সংঘাত থামাতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: বিবিসি