শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৫ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার

সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট হবে আলাদা রঙের: আইন উপদেষ্টা


Law Adviser

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেছেন আইন উপদেষ্টা

সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা রঙে ছাপানো হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “গেজেট প্রকাশের কাজ প্রায় চূড়ান্ত। আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রকাশিত হবে।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা জানান, গণভোটে মাত্র একটি প্রশ্ন থাকবে, যার উত্তরে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্নিত করবেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সাথেই গণভোট অনুষ্ঠিত হবে। দুই ধরনের ভোট আলাদা করতে গণভোটের ব্যালটের রঙ জাতীয় নির্বাচনের ব্যালট থেকে সম্পূর্ণ ভিন্ন হবে।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের জন্য নিয়োগ পাওয়া রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ৩০টি সংস্কারের বাস্তবায়ন নিশ্চিত করতে জয়ী দল বাধ্য থাকবে বলেও উল্লেখ করেন তিনি। গণভোটে মোট চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়া হবে।

এর আগে ২০ নভেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন নীতিগত অনুমোদন পায়। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে সংস্কার প্রস্তাবগুলোতে জনগণের মতামত জানতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানায় সরকার। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে অধ্যাদেশ প্রণয়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে।