
ফাইল ছবি
চলতি নভেম্বর মাসের ২৪ দিনে দেশে এসেছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা। গড়ে দৈনিক দেশে এসেছে ৯ কোটি ৭৯ লাখ ডলার, যা টাকায় প্রায় ১ হাজার ১৯৪ কোটি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার।
বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এর আগে গত বছর শুধু ঈদুল ফিতরের সময় রেমিট্যান্স একবার ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
বিশ্লেষকদের মতে, বৈধ পথে বৈদেশিক মুদ্রা পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয়তা রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।



























