শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ নভেম্বর ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
শেয়ার

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ পুলিশ কর্মকর্তা


Bangladesh Police

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে ৩১ কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্ত জানানো হয়েছে, যা তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। অন্য প্রজ্ঞাপনে আরও দুই কর্মকর্তাকে অবিলম্বে কার্যকর হিসেবে পদোন্নতির আদেশ দেওয়া হয়েছে।

এর আগে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়, যা প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে।